জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কবল থেকে রক্ষা পেতে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কাইশু দ্বীপে গত তিন দিনে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, ওই দ্বীপের উত্তরাংশের নদীগুলো উপচে পড়ায় বাড়ি-ঘর ও রাস্তা দিয়ে ঘোলা পানি বয়ে যাচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আরো বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে কমপক্ষে ৭ জন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির গণমাধ্যম।
দেশটির কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, ফুকুওকা, সাগা, কুমামোতো ও ওইতা এলাকার ৮৫ হাজার বাড়ির লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু ফুকুওকা এলাকার ৬৫ হাজার বাড়ির প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ এ নির্দেশের আওতায় পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।