পাকিস্তানের গোপন মেমো ষড়যন্ত্রের বিষয়ে তথ্য প্রদানকারী প্রধান সাক্ষী ব্যবসায়ী মনসুর ইজাজ তার আইনজীবিকে বলেছেন, তিনি তাঁর সাক্ষ্য প্রদানের জন্য পাকিস্তানে

পাকিস্তানী-আমেরিকান ব্যবসায়ীর ঐ আইনবিদ বলেন, তার মক্কেল অন্য কোন জায়গায় তার বয়ান রেকর্ড করতে প্রস্তুত এবং তা ওই কেলেংকারীর ঘটনা তদন্তকারী পাকিস্তানের সুপ্রীম কোর্টের কমিশনের  কাছে পাঠিয়ে দেবেন ।

ইরাজজের  ওই স্বাক্ষর না করা মেমোগুলি কারা বা কোথা থেকে পাঠানো হয় সে বিষযে বক্তব্যের জন্য একটি প্যানেলের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল । ওই সব নথি সম্পর্কে কথিত অভিযোগে বলা হয় যে, পাকিস্তানের অসামরিক সরকার, গত মে মাসে যুক্তরাষ্ট্রের যে অভিযানে ওসামা বিন লাদেন নিহত  হয়েছিলেন  তারপর – পাকিস্তানে সামরিক অভ্যূত্থান চালানোর চেষ্টা হতে পারে এবং সেটা  রোধ করার জন্য সরকার  যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ।