২৬/১১ কাণ্ডে ধৃত লস্কর জঙ্গিরা পাকিস্তানের যে সব কারাগারে রয়েছে, সেখানে হামলা চালাতে পারে পাক তালেবান। এই মর্মে এক সতর্কবার্তা জারি করেছে পাকিস্তান। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’-এর ষোলো জন সদস্য ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বড় মাপের হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর এসেছে। হামলার সব থেকে আশঙ্কা রয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। মুম্বই হানার অন্যতম চক্রী জকিউর রহমান লখভি-সহ সাত জঙ্গি এই জেলে বন্দি। এর আগে ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, লখভি ও তার সঙ্গীদের কাছে মোবাইল ফোন রয়েছে এবং জেলের ভেতর থেকেই তারা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে। আর একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, রাওয়ালপিন্ডির পার্ল কন্টিনেন্টাল হোটেল ও বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া চাকলালা বিমানঘাঁটিতেও হামলার আশঙ্কা রয়েছে। পাকিস্তানি তালিবানের এক নেতা আনিসুর রেহমান ওরফে পীর ফারুক আফগান সীমান্ত বরাবর সেনাঘাঁটিতেও হামলার ছক কষছে বলে খবর। পাক তালিবান প্রধান আজিজ মেহসুদ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্মরত চিনা কূটনীতিক ও ইঞ্জিনিয়ারদের উপর হামলাচালাতে পারে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।