পাঁচ বছর বিশ্ব ভ্রমণ করে বেড়িয়েছেন এক সুইস দম্পতি। ঘোরা হয়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য আর দক্ষিণ আমেরিকার দেশগুলোর বেশিরভাগ দর্শনীয় স্থান। তাদের ঘুরে বেড়ানো স্থানগুলোর মধ্যে বেশিরভাগই ছিল বিপদসঙ্কুল পর্যটন এলাকা। অথচ গ্রিনউয়িচের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন তারা। গত বুধবার সকাল ৯টা ২০ মিনিটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন এই দম্পতি। এর মাত্র দুদিন আগেই নিজ দেশে ফেরেন তারা।
ড্যানিয়েলা ওয়েসিস ও ড্যানিয়েল ওয়েলটার নামের ওই সুইস দম্পতির একসঙ্গে হওয়ার কারণও ছিল ‘ভ্রমণ নেশা’। পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে পরিচয়।
তারপর একে অপরের সম্পর্কে জানাশোনা। ভ্রমণের নেশাই দুটি মনকে এক সুতায় গেঁথেছিল। চাকরিবাকরি ছেড়ে, নিজেদের জমানো সম্বল আর দরকারি অনেক কিছু বিক্রি করে দিয়ে তারা দীর্ঘমেয়াদি ভ্রমণে বের হন। ড্যানিয়েলার মা মারগ্রিট ওয়েসিস জানান, কিছুদিন আগে মেয়ের দাঁতে সমস্যা দেখা দেয়। সে ঠিকমতো খেতেও পারছিল না। তারপরই চিকিত্সার জন্য দেশে ফেরে তারা। কিন্তু এই দেশে ফেরাই কাল হল তাদের জন্য। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। ডেইলি মেইল।