ইরাকী কর্মকর্তারা বলছে যে শুক্রবার ইরাকের রাজধানীর একটি শিয়া এলাকায় একটি শবযাত্রার মিছিলে একটি কার বোমা বিষ্ফোরণ ঘাটে। ঐ ঘটনায় অন্তত ৩১ নিহত হয়।

হাসপাতালের কর্মীরা বলছে, জাফারানিয়ে এলাকায় ঐ আত্মঘাতি বোমা হামলায় আর অন্তত ৬০ জন হতাহত হয়েছে।

একদিন আগে বন্ধুকধারীরা বাড়ি কেনাবেচার একজন এজেন্টকে হত্যা করে এবং তারই অন্তষ্টিক্রিয়ার শোভাযাত্রার জন্য শোকার্তরা যখন একটি জায়গায় সমাবেত হয় তখনই এই বিষ্ফোরণ ঘটে।

তাতক্ষনিক ভাবে এই বিষ্ফোরণের দায়িত্ব কেউ স্বিকার করেনি তবে কর্মকর্তারা অভিযোগ করছে যে ডিসাম্বর মাসে যুক্তরাষ্ট্র সেনা ইরাক ত্যাগ করার পর থেকে সেখানে সুন্নী বিদ্রহীরাদের হিংসাত্মক ততপরতা বৃদ্ধি পেয়েছে।