আফগান কর্মকর্তারা বলছেন যে নেটো বাহিনী যে সে দেশের প্রত্যন্ত এলাকায় বিমান হামলায় আটজন মহিলা ও বালিকাকে হত্যা করেছে।
এর আগে আফগান বাহিনী ভেতর থেকে তিনটি আক্রমণে আন্তর্জাতিক জোট বাহিনীর আটজন সদস্যকে হত্যা করেছে , যাদের মধ্যে চারজন আমেরিকান সৈন্য।
রোববারের ঐ বিমান হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের পুর্বাঞ্চলে লাঘমান প্রদেশের আলিঙ্গার এলাকায় । গ্রামবাসীরা গাড়িতে করে মরদেহ প্রাদেশিক রাজধানীতে নিয়ে আসে এবং দাবি করে যে ভোর বেলায় কঅট কুড়োনোর সময়ে নেটো বিমানের হামলায় তারা নিহত হয়।
লাঘমান প্রদেশের সরকারী মখপাত্র বলেন যে গ্রামবাসীরা এই হামলার নিন্দে জানাচ্ছে এবং “ আমেরিকা মুর্দাবাদ “ ধ্বনি দিচ্ছে।
যুক্তরাষ্ট্র নের্তৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী বা আই-এস-এ –এফ গোড়াতে বলেছিল যে এই বিমান হামলায় প্রায় ৪৫ জন বিদ্রোহীকে লক্ষবস্তুতে পরিণত করা হয়। তবে পরে সম্ভবত আই –এস –এফ বাহিনীর হাতে ৫ থেকে ৮ জন অসামরিক লোকের হতাহতের ঘটনায় তারা মৈাক প্রকাশ করে।
এ দিকে আই এস এফ বলছে যে সে দেশের দক্ষিানাঞ্চলে ভেতর থেকেই হামলায় আজ রোববার তাদের যুক্তরাষ্ট্রের চারজন সৈন্য নিহত হয়েছে।
জাবুল প্রদেশে স্থানীয় কর্মকর্তারা বলছেন যে এই চারজনকে হত্যা করে একজন আফগান পুলিশ কর্মকর্তা। জোট কর্মকর্তারা হতাহতদের পরিচয় সনাক্ত করেননি।