বৃটেনের একটি হাসপাতালে তালিবানদের হামলার শিকার চিকিতষাধীন পাকিস্তানী কিশোরীর সংগে যে দু’জন লোক দেখা করার চেষ্টা করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
বৃটেনের পুলিশ বলছে বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে দু’জনকে  আটক করে। ঐ দু’জন দাবী করে যে তারা মালালা ইউসুফজাইএর আত্মীয় এবং তার সংগে দেখতে চায়। তবে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র ভয়েস অব আমেরিকারকে জানিয়েছে যে কাউকে গ্রেপ্তার করা  হয়নি এবং পাকিস্তানী কিশোরীর ওপরেও কোন হুমকি হয়নি।  
 
১৪ বছরের বালিকার জন্য নিরাপত্তার বিষয়টি খুবই নাজুক। পাকিস্তানী তালিবান ক্রমাগত ইউসুফজাই জীবন নাশের হুমকী দিয়ে আসছে।