দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা শুরু করতে গত মঙ্গলবার রাতে দুই দিনের এক সফরে বেইজিং গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মঙ্গলবার রাতে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন হিলারি। চীনের দ্য গ্রেট হল অব পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল বুধবার বিষয়টি নিয়ে দিনব্যাপী এক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে হিলারি চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ় বলে উল্ল্লেখ করেন।
তিনি বলেন, যেসব বিষয়ে আমাদের মধ্যে মতৈক্য ও মতপার্থক্য আছে তা নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি। আমি মনে করি এতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা প্রকাশ পাবে ও তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিবিসি।