যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজার ওয়াল স্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ‘মাত্রাহীন লোভের‘ বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ ৭০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করে

বিক্ষোভের এক পর্যায়ে তারা নিউ ইয়র্ক শহরের একটা গুরুত্ত্বপূর্ন সেতু ব্রুকলিন ব্রিজে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বা ‘ওয়াল স্ট্রিট দখল কর‘ নামে পুঁজিবাদ-বিরোধী আন্দোলনকারীদের একটি জোট দুই সপ্তাহ ধরে এই বিক্ষোভ করছেতারা দাবি করে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ধনী লোক, যারা মোট মার্কিনীদের মাত্র এক শতাংশ, তাদের হাত থেকে বাকি ৯৯ শতাংশকে বাঁচানোর চেষ্টা করছে

বিক্ষোভকারীরা বলে অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় নিশ্চিত করা ছাড়া শান্তি নাইব্যাঙ্কগুলোকে ২০০৮ সনে যে বাঁচানো হয়েছিল তাতেও এই গোষ্ঠী ক্ষুব্ধ অকুপাই ওয়াল স্ট্রিট ১৭ই সেপ্টেম্বর ২০ হাজার লোককে ম্যানহ্যাটানে এসে সেখানে কয়েক মাস অবস্থান করার আহ্বান জানিয়েছিল

রবিবার মিছিলটি শুরু হয় বিকেলবেলা প্রতিবাদকারীরা প্রথমে ব্রুকলিন সেতুর ফুটপাথ দিয়ে মিছিল করে যাচ্ছিলঅনেক বিক্ষোভকারী ফুটপাথ ছেড়ে গাড়ি চলার রাস্তায় নেমে পড়লে পুলিশ বাধা দেয় এবং ৭০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করে প্রতিবাদকারীরা দাবি করে তারা সেতুটির এক পাশ থেকে অন্য পাশে যাবার চেষ্টা করছিল

এক পুলিশ কর্মকর্তা বলেছেন বিক্ষোভকারীরা যখন গাড়ি চলার পথে দল বেঁধে নেমে যানবাহন চলাচলে বাধা দেয় তখনই তাদের গ্রেফতার করা হয় পুলিশ আরও বলছে, প্রতিবাদকারীদের কয়েকবার সতর্ক করে দেয়া হয়েছিল

বিক্ষোভকারীরা দাবি করছে, পুলিশ ছিল অতিতৎপর যাদের গ্রেফতার করা হয় তাদের বেশিরভাগের বিরুদ্ধে সমন জারি করে ছেড়ে দেয়া হয়