যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্র করেছিল সে দেশের একদল সেনা। এ পরিকল্পনার অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণভারও হাতে তুলে নিতে চেয়েছিল। রাশিয়ার টেলিভিশন চ্যানেল ‘আর টি’ এ কথা জানিয়েছে। এই সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে এসব সেনা যুক্তরাষ্ট্র জুড়ে ধ্বংসাত্মক তত্পরতা চালানোর নীলনকশা করেছিল।
রুশ ওই টেলিভিশন চ্যানেলের খবরে আরও বলা হয়েছে, ফিল্মি স্টাইলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা দখলের এ পরিকল্পনা করা হয়েছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ায়। এই পরিকল্পনা যাতে ফাঁস না হয় সে জন্য চার সেনা তাদের এক সাবেক সহকর্মী ও বান্ধবীকে হত্যা করে। পরে এ চার সেনাকে জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটি থেকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলার সরকারি কৌঁসুলিরা আটক চার সেনার ষড়যন্ত্রের বিষয়টি বিশদভাবে তুলে ধরেছেন।
এসব সেনা বোমা হামলা ও বিষ প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট ওবামাকে হত্যা ও সরকারকে উচ্ছেদ করতে চেয়েছিল। তবে এ পরিকল্পনার মূলে কে ছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটির মুখপাত্র দাবি করেছেন, সেখানে কোনো গেরিলা তত্পরতা চলেনি। অবশ্য তিনি জানিয়েছেন, সেনা তদন্তকারীরা এখনও এ বিষয়ে তদন্ত করছে।
আইআরআইবি।