মালির উত্তরাঞ্চলে উত্তরোত্তর সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে ঐতিহাসিক তিমবুকতু নগরীকে ঝুঁকিপূর্ণ স্থানের তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো গাও শহরে অবস্থিত আসকিয়া সমাধিকেও এ তালিকায় রেখেছে বলে জানা যায়। এসব স্থানের ঐতিহাসিকভাবে মূল্যবান বস্তুগুলোর লুটপাট এবং চোরাচালানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।

মালির সরকারও এসব ঐতিহাসিক স্থান এবং সেখানকার মূল্যবান বস্তুগুলোর এ ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে। মূলত মার্চের অভ্যুত্থানের মধ্যদিয়ে সরকার পতনের পর ঐতিহাসিক স্থানগুলোর ব্যাপারে উদ্বেগ বেড়েছে।

এএফপি।