পূর্ব চীন সাগরের বিবাদিত দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের বিরুদ্ধে চীনা জনগণের উষ্মার সর্বসাম্প্রতিক বহিঃপ্রকাশ ঘটে রোববার যখন জাপান বিরোধ বিক্ষোভ চীনে সর্বত্র ছড়িয়ে পড়ে। উভয় দেশই ঐ সম্পদ ভরা  দ্বীপটির মালিকানা দাবি করে। পানেটা সংশ্লিষ্ট দেশগুলোকে উস্কানিমূলক আচরণ পরিহার করার আহ্বান জানান। 
 
তিনি বলেন যে এ সব দেশগুলি যখন বিভিন্ন দ্বীপপুঞ্জ নিয়ে এক ধরণের উস্কানিমূলক আচরণে লিপ্ত হয় , তখন এ নিয়ে উদ্বেগ দেখা দেয় যে এক পক্ষ কিংবা ান্য পক্ষের হিসেবের ভুলের জন্যে সহিংসতা দেখা দিতে পারে , সংঘাত শুরু হতে পারে। পানেটা সতর্ক করে দেন যে এ ধরণের সংঘাতের সম্প্রসারণের একটা আশংকা থেকে যায়।
 
পানেটা বলেন যে তিনি চীনকে আসিয়ানের সঙ্গে সংলাপে অংশ নিতে বলবেন, যার লক্ষ্য হবে এমন একটি কাঠামো তৈরি করা যার মাধ্যমে এ ধরণের বিবাদের নিস্পত্তি করা যায়।