যুক্তরাষ্ট্রে মুসলমানদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দ্য কাউন্সিল অন দ্য আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)। সম্প্রতি আমেরিকার একটি মসজিদে হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান হল। কেয়ারের মুখপাত্র ইব্রাহিম হুপার এই আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম হুপার বলেন, সবার অতিরিক্ত সতর্ক হওয়া উচিত বলে আমরা মনে করছি। মুসলমানদের যেসব বিচ্ছিন্ন মসজিদ রয়েছে সেগুলোতে হামলা হওয়ার আশঙ্কা স্বাভাবিকভাবেই বেশি। গত মঙ্গলবার একটি ভিডিওতে ধরা পড়ে, রোড আইল্যান্ডে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি মসজিদের সাইনবোর্ড নষ্ট করছে। তারপরই এই হুশিয়ারি উচ্চারণ করে কেয়ার। গত সোমবার আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের একটি মসজিদ আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্বৃত্তরা ইচ্ছে করেই আগুন দিয়েছে বলে মনে করা হচ্ছে। গত এক মাসের মধ্যে মসজিদটিতে এ নিয়ে দু’বার আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন উইসকনসিনে একটি শিখ উপাসনালয় গুরুদুয়ারায় নির্বিচারে গুলিবর্ষণে ৭ জন নিহত ও  ২০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে গুরুদুয়ারাটির সভাপতি এবং প্রধান পুরোহিতও ছিলেন। ওয়েড মাইকেল পেজ নামের সাবেক এক মার্কিন সেনা এই গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিল। মাইকেল পেজের সঙ্গে শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠীর যোগসাজশ থাকার প্রমাণ পাওয়া গেছে। এএফপি।