আফগান প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আবদুল রহিম ওয়ারদাক এবং শীর্ষ আমেরিকান সামরিক কমান্ডার জেনারেল জন অ্যালেন একটি সমঝোতা স্মারকলিপিতে স্বাক্ষর করেন ।

ছয় মাসের মধ্যে পারওয়ান প্রদেশে বাগরাম বিমান ঘাঁটিতে আবস্থিত জেলখানার নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়াটি উল্লেখ করা হয়।

এ সপ্তাহের গোড়ার দিকে, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কারাগার স্থানান্তর এবং রাতে আন্তর্জাতিক বাহিনী পরিচালিত আভিযানের কারণে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূমিকা কি হবে সে চুক্তির রুপরেখা বিষয়ক আলোচনা স্থগিত হয়ে পরে।

আফগানিস্তান থেকে সমস্ত বিদেশী সৈন্য ২০১৪ সালের শেষে প্রত্যাহার করে নেওয়ার কথা ধার্য রয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্র এক বছর পর্যন্ত আফগান কমান্ডারদের  সাহায্য সহায়তা এবং উপদেশ প্রদান করবে।