রাশিয়ার প্রেসিডেন্ট পদে ফিরে আসছেন ভ্লাদিমির পুটিন৷ শনিবার রুশ ক্ষমতাসীন দলের সম্মেলনে আগামী নির্বাচনে পুটিনকে সমর্থন দেওয়ার কথা জানান বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷ আর পুটিন এই আনুগত্যের প্রতিদান দিলেন মেদভেদেভকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়ে৷
যদি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পুটিন জেতেন তাহলে তিনি আবারও টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন৷ অর্থাৎ আগামী ২০২৪ সাল পর্যন্ত৷ এর আগে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পুটিন৷ এরপর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মাঝের চারটি বছরে ছেদ পড়ে৷ যদিও প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতার মূল কলকাঠি তিনিই নেড়েছেন বলে আন্তর্জাতিক মহলের বিশ্বাস৷
উল্লেখ্য, রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছরের মার্চ মাসে৷ আর এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন৷ তবে এই নির্বাচন কতটুকু স্বচ্ছ এবং অবাধ হবে সেটা নিয়ে সকলের মনেই সন্দেহ রয়েছে৷