লিবিয়ার নতুন নেতত্বের সামনে এখন অনেক কঠিন রাজনৈতিক দায়িত্ব অপেক্ষা করছে। রোববার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন এ কথা বলেন। একই সঙ্গে তিনি এ দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের ব্যাপক সাহায্যেরও প্রতিশ্র“তি দেন।
তিনি বলেন, তাদের সামনে এখন অনেক কঠিন রাজনৈতিক দায়িত্ব। কিন্তু তাদের তেমন কোন অভিজ্ঞতা নেই।  নতুন নেতৃত্বকে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এটি একটি কঠিন চ্যালেঞ্জ। দেশটির বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের লোককে কীভাবে একত্রিত করা যাবে সে বিষয় তাদের ঠিক করতে হবে। সকল উপজাতির লোককে ঐক্যবদ্ধ করতে হবে।
হিলারি আরো বলেন, নতুন নেতৃত্বকে স্পষ্ট করে জানতে হবে কী কর্মসূচী তাদের সামনে রয়েছে। বিভিন্ন মতের লোককে এক করার ক্ষেত্রে এসব কী করে সহায়ক হবে।

তিনি লিবিয়ার নতুন নেতৃত্বকে প্রকৃত অর্থেই চিন্তাশীল উল্লেখ করে বলেন, ‘যেভাবেই পারি আমরা তাদের সাহায্য করব।’