১৩৮ সদস্যের একটি স্কাইডাইভিং দল শুক্রবার রাতে ব্রিটেনের নর্দার্ন ইলিনয়েস এলাকায় এক নতুন রেকর্ড গড়েছে।

সাড়ে ১৮ হাজার ফুট ওপর থেকে খাড়াভাবে নিচে পড়ার সময় তারা শূন্যে ১৫০ ফুট প্রশস্ত একটি মানববন্ধন গড়ে তোলে, যা নিচ থেকে অনেকটা তুষারপাতের মতো দেখাচ্ছিল। নিচে নেমে আসার সময় তাদের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ মাইল।

এর মধ্য দিয়ে আগের ২০০৯ সালে ২০৮ সদস্যবিশিষ্ট দলের গড়া রেকর্ডটি ভেঙে গেল।

‘স্কাইডাইভ শিকাগো’র মালিক ও এবারের স্কাইডাইভিংয়ের আয়োজক রক নেলসন বলেন, অসম্ভব ভালো লাগছে। আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার অনুভূতি প্রকাশ করার মতো নয়!’ তিনি জানান, প্রায় এক মাসের প্রস্তুতি ও ক্যাম্প করার প্রাপ্তি এটা। স্কাইডাইভারদের শূন্য থেকে ছুড়ে দিতে ছয়টি উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।

উড়োজাহাজ থেকে চার অপারেটর এই বিরল দৃশ্যের ছবি ভিডিও ও স্টিল ক্যামেরায় ধারণ করেছেন।

তাদের এই নতুন রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে ‘ফেডারেশন অ্যারোনটিক ইনটারন্যাশনাল জাজেস’। আয়োজকদের প্রত্যাশা এই রেকর্ড ভবিষ্যতে কেউ ভাংতে পারবে না! ডেইলি মেইল।