সাপুড়ে সাপ নিয়ে খেলতে ও থাকতে পছন্দ করে এটা সবাই জানে। কিন্তু কোনো দু’বছরের শিশু যদি সাপ নিয়ে রীতিমতো খেলা করে তা হলে তা খুব বিস্ময়েরই খবর হয়ে দাঁড়ায়। চার্লি পার্কার এরকমই এক শিশু যে কিনা ভয়ঙ্কর সাপ নিয়ে খেলতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এলাকার এ শিশুটির সার্বক্ষণিক খেলার সঙ্গী হচ্ছে বড় বড় সাপ। শুধু তাই নয়, সাপ জাতীয় আরও অনেক ধরনের সরীসৃপের সঙ্গেই খেলা করে এই শিশুটি।
চার্লির বাবা গ্রেগ ভিক্টোরিয়া একটি সাফারি পার্কের মালিক। সেই সুবাদে পার্কের সাপসহ ভয়ঙ্কর সব প্রাণীর সঙ্গে বেশ সখ্য গড়ে ওঠে চার্লির। এই দু’বছর বয়সে সে পার্কের সব প্রাণীর যেন প্রিয়পাত্রে পরিণত হয়েছে। ১০ কেজি ওজনের বড় সাপের মাথা কখনও সে তার ঘাড়ের ওপর নিচ্ছে, কখনও সাপের মুখের কাছে তার মুখ এনে খুনসুটি করছে, আরও কত কী। তার এসব কর্মকাণ্ড দেখে পার্কের দর্শনার্থীদের তো চক্ষু চড়কগাছ। যেখানে এই ১০ কেজি ওজনের একটি সাপকে দূর থেকে দেখলেও একজনের শরীর ঠাণ্ডা হয়ে যায়, সেখানে এই শিশু কিনা তাকে নিয়ে রীতিমতো খেলা করছে!
এসব কর্মকাণ্ড দেখে তার মা সন্তানের ভবিষ্যত্ নিয়ে বেশ শঙ্কিত। তিনি বলেন, বাচ্চাটি একেবারে অস্বাভাবিক ধরনের ভয়ভীতিহীন। এটাই আমার চিন্তার কারণ। মা শঙ্কিত হলেও বাবা অবশ্য ছেলের দুঃসাহসিকতায় বেশ গর্বিত। তার বাবা গ্রেগ গর্বের সঙ্গে বলেন, এরকম দুঃসাহসী সন্তান ক’জনের হতে পারে! তার কল্যাণে আজ আমরা গণমাধ্যমে আসতে পারছি।