সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে সরকারি বাহিনীর যুদ্ধ বিমান থেকে রাজধানীর অদূরে একটি শহরে গোলা বর্ষণ করেছে। গত সপ্তাহে বিদ্রোহী বাহিনী এবং সিরিয়ান সেনাদের মধ্যে লড়াইএর পর বিদ্রোহীরা ঐ শহরটি  দখল করা নেয়।
 
বৃটেন ভিত্তক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাটইস এবং স্থানীয় সমন্ব্য় কমিটি বলছে মংগলবার মারেত আল নুমান এলাকায় গোলা বর্ষণ করা হয়। উত্তরাঞ্চলের ঐ শহরটি ইদলিব প্রদেশে অবস্থিত এবং  কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে দামেষ্ক এবং আলেপ্পোর সংগে যোগাযোগের প্রধান পথটি রয়েছে। 
 
সোমবার একটি বিবৃতিতে সিরিয়ার জাতিসংঘ আরব লীগ দূত লাখদার ব্রাহিমী বলেন, সিরিয়ার ১৯ মাস ধরে চলতে থাকা সংকট দিন দিন আর খারাপের দিকে যাচ্ছে এবং এই রক্তাক্ত পরিস্থিতি বন্ধ করা খুবই প্রয়োজন।