প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক কাপরিলেসকে পরাজিত করে চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা হুগো শ্যাভেজ।
রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৪ শতাংশ ভোট পেয়ে শ্যাভেজ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিজয় উৎসবে মেতে ওঠে শ্যাভেজ সমর্থকরা।
এই নির্বাচনকে ঘিরে গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্যাভেজের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিল ভেনেজুয়েলার বিরোধী দলগুলো। আগের নির্বাচনগুলোতে বিভক্ত বিরোধী দলগুলো শ্যাভেজের বিরুদ্ধে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি।
ফলাফল ঘোষণার পর কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয় শ্যাভেজের তরুণ সমর্থকরা।