কুমিল্লায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার ভোর ৫টায় কুমিল্লা সদরের রসুলপুর ও রাজাপুর স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী হামিদুল হক।

তিনি বলেছেন, ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ওই ট্রেনের বগিগুলো সরিয়ে শশীদল স্টেশনে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ইঞ্জিন উদ্ধারে আখাউড়া ও লাকসাম জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে জানিয়ে রেল কর্মকর্তা হামিদুল আশা প্রকাশ করেছেন, কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।