চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ৬০ বছরের ১ ব্যক্তি মারা গেছেন।
শনিবার মধ্য রাতে তাকে গুরুতর অবস্থায় পথচারীরা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। সেখান থেকে রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, কে বা কারা গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
খুব সম্ভব আশপাশের কোথাও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর পথচারীরা উদ্ধার করে বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দেয় বলে জানান মিজানুর রহমান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সরওয়ার উদ্দিন বাংলানিউজকে জানান, বৃদ্ধের পড়নে শার্ট ও লুঙ্গি ছিল। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।