চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ২টি বোটসহ ১৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার(অপারেশান) লে.কর্নেল জসিমুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলকায় অভিযান চালিয়ে ১৩জন দস্যুকে আটক করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি বোট আটক করা হয়।

তিনি বলেন, বন্দরের বহিনোঙ্গর এলাকায় মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯জনকে আটক করা হয়। পরে ডাকাতির সঙ্গে জড়িত না থাকায় ৬জন জেলেকে ছেড়ে দেওয়া হয়।