দিনাজপুর স্টেডিয়াম মোড়ের পুলহাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত আব্দুল জব্বার শহরের দক্ষিণ রামনগর এলাকার মৃত ইনছান আলীর পুত্র। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম ইকবাল জানান, পুলহাট থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল জব্বার।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।