চট্টগ্রামে পোষাক শ্রমিকদের বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ২৪ জন আহত হয়েছ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিনা আক্তার(২০), জেসমিন(১৭), আনোয়ারা বেগম(৩৫), রিনা বেগম (৩৫), রোকেয়া বেগম (২৫), নুরজাহান (২৭), আকতারুজ জামান (২৫), মো. তোফায়েল (২৪), মিন্টু কুমার (৩৫) , মো. সুজন (২৪), মো. রফিক (২৬), রবি আক্তার (১৯), আমেনা (২০), রোকেয়া আক্তার (১৯), সাজিয়া বেগম(২০), কলি আক্তার (২০), আবুল বাশার (২০), মো.ফারুক (২০), রিপন (২৭), নিউটন (২৬), আলাউদ্দিন (৩৫), আলমগীর (২৭), লুৎফুরনেছা (১৮)।
তারা সবাই নগরীর অক্সিজেন এলাকায় অবস্থিত কেডিএস পোষাক কারখানার শ্রমিক। চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে।
কেডিএস গার্মেন্টস এর ম্যানেজার সোলায়মান জানান, পটিয়া উপজেলা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বাসে উঠে পোষাক শ্রমিকরা। তাদের বহনকারী বাসটি রাহাত্তারপুল এলাকায় পৌছালে বালু ভর্তি একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) খোরশেদ জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।