পিঠমোড়া দিয়ে বাধা হাত। কাধে ছেলের ঋণের বোঝা। এভাবে গ্রামবাসীর সামনে হেঁটে চলেছে এক বৃদ্ধ পিতা। তাকে ঘিরে শত মানুষের উত্সুক দৃষ্টি। এই নির্মমদৃশ্যের চিত্র দেখা যায় হাজিগঞ্জের গন্ধ্যর্বপুর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠে। এই বৃদ্ধের নাম তৈয়ব মাস্টার। এলাকাবাসী জানান, দুবাই যাওয়ার জন্য তৈয়ব মাস্টারের ছেলে মোস্তফাকে ২ লক্ষ ৫২ হাজার টাকা দেন একই গ্রামের রহমত উল্ল্যাহ। টাকা ফেরত্ না দিতে পারায় ঘটনার দিন রহমত উল্ল্যাহ ও তার ছেলে আব্দুল্লাহ ঋণগ্রস্ত মোস্তাফার বাবা তৈয়ব মাস্টারকে (৭০)দু’হাত পিঠমোড়া দিয়ে বেঁধেশতাধিকলোকের সামনেগ্রামের মধ্যেহাঁটায়। সেই সাথে চলে অমানুষিক নির্যাতন ।