বুধবার রাতে ভোলার মনপুরা ও চরফ্যাশনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঝড়ে আট শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় দুইশ’ ট্রলার ও জেলে নৌকা নিখোঁজ রয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম জানান, চরফ্যাশনের দুর্গম ঢালচর, চর কুকরি মুকরি ও চর পাতিলায় বুধবার রাত ১২ টা থেকে ৪টা পর্যন্ত ঝড়ে কমপক্ষে চার শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঢালচরে ঘর চাপায় আমেনা বেগম (২৬) নামের এক গৃহবধু ও রায়হান (৩) নামের এক শিশু মারা গেছে।

এ ছাড়া স্থানীয় মৎস ব্যবসায়ীদের বরাত দিয়ে চরফ্যাশন ইউএনও জানান, চরফ্যাশনের শতাধিক মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, মনপুরার শতাধিক মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সকালে মনপুরা সংলগ্ন মেঘনা থেকে আবদুল খালেক (৪০) ও শাহে আলম (৩৬) নামের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ঝড়ে মনপুরায় কমপক্ষে চার শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মনপুরা ঘাটে ২৫ মেট্রিক টন সারসহ একটি ট্রলার ডুবে গেছে। মনপুরা ঘাটে নোঙর করা একটি সি ট্রাক কয়েক কয়েক কিলোমিটার দূরে ভেসে গেছে।