সিরাজগঞ্জে ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, রাজশাহী থেকে আসা বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে হিউম্যান হলারটির সংঘর্ষ হয়। এতে হিউম্যান হলারের ৪ আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।