সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সূবর্ণগাতীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম (৩৫) আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বেলকুচি থানার ওসি আবুল কালাম আজাদ জানান শাহীন আলমসহ তিনজন একটি মোটরসাইকেলে করে মুকুন্দগাঁতী বাজারে যাচ্ছিলেন। পথে সূবর্ণগাঁতীতে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।

“গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান।”

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।