আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। রোববার দুপুর ১২টা ৩৬ মিনিট ৪৪ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান সিলেট ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাইদ আহমদ চৌধুরী।
তিনি আরো জানান, রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রটি ছিল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে সিলেট অঞ্চলে।

সাঈদ বলেন, ‘ভূমিকম্প অনুভূত হওয়ার অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পর্যবেক্ষণে দেখা গেছে, এটির উৎপত্তি সিলেটের উত্তরপূর্ব সীমান্ত অঞ্চলে।’