রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১-এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল শনিবার বিকাল পর্যন্ত মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্ধারণের জন্য ঢাকায় কেন্দ্র্রীয় নেতাদের বৈঠক চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গতকাল বেলা ১১টায় সম্ভাব্য প্রার্থী সাবেক মেয়র ডা. আইভী ঢাকায় গেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। অপর একটি সূত্র জানায়, সম্ভাব্য অন্য প্রার্থী এ কে এম শামীম ওসমান ঢাকায় আছেন। তবে সমর্থন প্রত্যাশী আরেক প্রার্থী এস এম আকরাম বিকাল ৫টায় এ প্রতিবেদককে মোবাইল ফোনে বলেন, আমাকে এখনও ডাকা হয়নি। আজ তিনি মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান। এবং দলের হাইকমান্ডের নির্দেশের অপেক্ষা করবেন। আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে গতকাল নারায়ণগঞ্জজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য জাপা নেতা আলহাজ নাসিম ওসমানকে বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিআইডবিস্নউটির পরিচালক মাহাবুবুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফেরি সার্ভিস চালুর জন্য স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সহযোগিতা করায় নির্বাচন কমিশন গতকাল বিকেলে এ শোকজ করেছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ দিয়েছে।
গতকাল বিকেল পর্যন্ত মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৫০ জন ও মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে অফিসার জানান।