সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হকের ভাগ্য নির্ধারণী ভোটগ্রহণ হবে। এ ভোটের মাধ্যমেই তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বপদে থাকা না থাকা নির্ভর করছে। ইতিমধ্যে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাময়ীকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বিকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের কাছে ফ্যাক্স বার্তায় প্রজ্ঞাপনটি পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার প্রজ্ঞাপন প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
গত ২৪ মে উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও ১৩ জন ইউপি চেয়ারম্যান উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হকের বিরুদ্ধে অনিয়ম, ব্যাপক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার কাছে আবেদন করেন। রাজশাহী বিভাগীয় কমিশনার তাদের আবেদনের প্রেক্ষিতে প্রথমে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ করেন। পরে গত ৪ জুলাই অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বপন কুমার রায়কে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি গত ১২ জুলাই সরেজমিনে তদন্ত করে। তদন্ত কর্মকর্তা রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বপন কুমার রায় অনীত প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যানসহ ২জন ভাইস চেয়ারম্যান, একজন পৌর মেয়র, ১৩জন ইউপি চেয়ারম্যান ও একজন ইউপি প্রশাসকসহ মোট ১৮জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে থাকা না থাকা নির্ধারণ হবে। স্থানীয় সরকার বিভাগ গত ২৩ জুলাই জারিকৃত এক প্রজ্ঞাপনে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।