কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা আফজাল খানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লার স্থানীয় নেতারা পরামর্শ চাইতে গেলে প্রবীন আওয়ামী লীগ নেতা আফজাল খানকে মেয়র পদে নির্বাচন করার অনুমতি দেন শেখ হাসিনা।
এসময়  প্রধানমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে এ ম্যাসেজ নেতা কর্মীদের কাছে পৌঁছানোর কথা বলেন। এসময় হুইপ মুজিবুল হক, সংসদ সদস্য লোটাস কামালসহ কুমিল্লার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন ।বিষয়টির সত্যতা জানতে চাইলে আবদুল মতিন খসরু এমপি বলেন, “আফজল খানকে সভানেত্রীর পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করতে গ্রিন সিগনাল দেয়া হয়েছে।”
আফজাল খানের একজন আত্মীয় বলেন, ‘‘তিনি দলের সমর্থিত মেয়র প্রার্থী হচ্ছেন। আবদুল মতিন খসরু এমপি নির্বাচনে দলের পক্ষ থেকে দেখভাল করবেন।’’এ সিদ্ধান্তের পর আফজাল খানের সমর্থকরা কুমিল্লায় আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আফজাল খান দলের কুমিল্লা জেলা দক্ষিণ শাখার যুগ্ম আহবায়ক।