মুসলিম দেশসহ বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে বুধবার ইফতার করবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ আয়োজনে বিরোধী দলীয় নেতার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও অংশ নেবেন।

হোটেল রুপসী বাংলায় কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়া ইফতারের আগে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।