বিরোধীদল গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে না। কোনো নির্বাচনেই অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, গাজীপুর-৪ আসনের উপনির্বাচনসহ বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি।
এছাড়া বৈঠকে সর্বশেষ রাজনৈতিক অবস্থা, দলের পরবর্তী কর্মসূচিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।