জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের নিয়ে বৈঠকে করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত ১০টায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় ১টায়।
বিএনপির সূত্র জানায়, বৈঠকে ১৭৫ জন ছাত্রনেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য রাখেন ২৭ জন। তারা ছাত্রদলে খালেদা জিয়ার কাছে তরুণ নেতৃত্বের প্রতি গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। খালেদা জিয়ার বক্তব্য ছাড়াই এদিনের মতো বৈঠক মুলতবি করা হয়।
ছাত্রদলের নতুন কমিটি গঠন বিষয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকা হয়। সংগঠনটির বর্তমান নেতৃত্বের অধিকাংশই বয়স্ক ও অছাত্র। খালেদা জিয়া বর্তমান ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে বসানোর প্রক্রিয়া শুরু করেছেন।
এদিকে, নতুন কমিটিতে পদপ্রত্যাশী ও বর্তমান নেতাদের সমর্থকরা দলে দলে বিভক্ত হয়ে স্ব স্ব নেতাদের সমর্থনে মিছিলও করেন গুলশান কার্যালয়ের সামনে।
বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসিরসহ ১২ জন শীর্ষ নেতা। বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি উপস্থিত ছিলেন।