গণতন্ত্রে নির্দলীয় কোনো ব্যবস্থা নেই বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।

মঙ্গলবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সার্ক চিলড্রেন ফোরাম আয়োজিত ‘পদ্মাসেতু নির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “গণতন্ত্রে কখনো নির্দলীয় সরকার হতে পারে না। আপনারও দল আছে, আমারও দল আছে। যে সরকার হবে সেটা সর্বদলীয়ই হবে।’’

‘‘প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে সর্বদলীয় মন্ত্রিপরিষদ গঠনের যে প্রস্তাব দিয়েছেন তার মধ্য দিয়ে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সব দাবি পূরণ হয়ে গেছে।”

বিবিসিকে দেওয়া বক্তব্যের পর খালেদা জিয়ার আর কোনো কথা থাকতে পারে না বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।

সোমবার খালেদা জিয়ার দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়- বক্তব্যের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এরপরও যদি কোনো প্রস্তাব থাকে, নতুন কোনো বিরোধিতা থাকে সেটা সংসদে এসে মীমাংসা করতে হবে।”

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, “যথাসময়ে পদ্মাসেতু নির্মাণ করা হবে। এজন্য সরকার কাজ করে যাচ্ছে।”

সার্ক চিলড্রেন ফোরামের সভাপতি এম আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবেরটরিজের বিপণন পরিচালক ড. রফিকুল ইসলাম, আর্কিটেকচার রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক শামসুন নাহার মুন্নী প্রমুখ।