২১ আগস্ট স্মরণকালের ভয়াবহ গ্রেনেড হামলার সপ্তম বার্ষিকী। ২০০৪ সালের আজকের দিনে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন প্রায় ৩০০।
রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করার জন্য প্রতিক্রিয়াশীল চক্র এখনও সক্রিয়। তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতাকে একটি আত্মমর্যাদাশীল ও সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটানো হবে। একটি শান্তিপূর্ণ নিরাপদ স্বদেশ ও সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ২১ আগস্টের শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর আহ্বান জানান তিনি।
এ ভয়ঙ্কর গ্রেনেড হামলার বর্তমান রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান মারা যান। ঘটনার দিনই জীবন দেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ।গ্রেনেড হামলায় আরও নিহত হন আওয়ামী লীগের আইভি রহমানসহ ২২ জন ।অন্যদিকে গ্রেনেড হামলাকালে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মাথায় অসংখ্য স্পিল্গন্টার বিদ্ধ হয়।