জামায়াতের শীর্ষ পাঁচজন নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার হলেও, গোলাম আযমকে এখনও গ্রেফতার করা হয়নি৷ প্রসিকিউশন জানিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হলেই ট্রাইব্যুনালের কাছে গ্রফতারি পরওয়ানা জারির আবেদন জানান হবে৷ গোলাম আযম যুদ্ধাপরাধের মূল হোতা৷
এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এই সরকারের আমলেই শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে৷ আর বিচারের জন্য গঠন করা হবে আরো ট্রাইব্যুনাল৷
জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর, অর্থাৎ আজ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়৷ অভিযোগ জমা দেওয়ার সময় আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরির কোনো আইনজীবী ছিলেন না৷ তিনি এখনও পর্যন্ত কোনো আইনজীবী নিয়োগও করেন নি৷
প্রসিকিউশন জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও শিগগিরই যুদ্ধাপরাধের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে৷ তাদের মতে, গোলাম আযম যুদ্ধাপরাধের মূল হোতা৷