চিকিৎসা শেষে দেশে ফিরছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
বুধবার রাত ১০টায় তিনি সিঙ্গাপুর থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুবেন। চিকিৎসার জন্য গত ২৪ জুন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান খোকা।
অনেকদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনিসহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। সম্প্রতি তার রোগ জটিল আকার ধারণ করে।
উল্লেখ্য, সরকার তার পাসপোর্ট ফেরত না দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছিলেন না তিনি। গত ২২ জুন উচ্চ আদালতের নির্দেশে তিনি পাসপোর্ট ফিরে পাওয়ায় ২৪ জুন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।