সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সহসভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
বুধবার রাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
খোকার সহকারী মনিরুল ইসলাম খান “স্যার সুস্থ হয়ে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন।”
রাত সোয়া ১১টার দিকে মনিরুলের সঙ্গে কথা হওয়ার সময় সাদেক হোসেন তার গুলশানের বাড়ির পথে রয়েছিলেন।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকাকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামসহ যুগ্ম আহবায়ক ও কর্মীরা।
হরতালের মামলায় কিছুদিন কারাগারে থাকা খোকা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ২৭ জুন কিডনির চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে কুইন্স এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
তবে মঙ্গলবার ওই মামলার অভিযোগ গঠনের সময় অনুপস্থিত থাকায় খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার আদালত।