বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল সহ প্রায় আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মোট তিনটি মামলা হয়েছে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা হয়েছে।

পল্টন থানায় মঙ্গলবার মধ্যরাতে  দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে অভিযোগ আনা হয়েছে গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়া। অন্যটি করা হয়েছে দ্রুত বিচার আইনে।

দুই মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতপরিচয়ের আরো প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ দুটি মামলায় মঙ্গলবার ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেআইনি সমাবেশ ও ভাংচুরের অভিযোগ এনে  উপ পরিদর্শক আজম উদ্দিন একই ঘটনায় অন্য মামলাটি দায়ের করেছেন রমনা থানায়। এ মামলায় ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো দেড়শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।