ম্যাসেচ্যুসেটস রাজ্যের প্রাক্তন গভর্নার মিট রম্নি রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন নিউ হ্যাম্পসারে জয়ী হলেন। দলের মনোনয়ন পাওয়ার জন্য এটা একটি বিরাট পদক্ষেপ। এরপর নভেম্বর মাসের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ওবামার সংগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
নির্বাচনে ভোট গননা প্রায় শেষের পর্যায়ে এতে রম্নি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন টেক্সাস রাজ্যের কংগ্রেসম্যান রণ পল। আর ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আবস্থান করছেন চীনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন হান্টসম্যান।
মিট রমনি তার সমর্থকদের উদ্দেশে বলেন তার ভাষায় “এই রাজ্য ইতিহাস সৃষ্টি করল।” রম্নি হলেন প্রথম রিপাবলিকান যিনি আইওয়া ককাস এবং নিউ হ্যাম্পসারে প্রাইমারি দুটোতেই জয়ী হলেন। গত তিরিশ বছরের এটি ছিল সবচাইতে বেশী প্রতিযোগিতা মূলক নির্বাচন।