নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, মনে করেন বিএনপি’র ড. খন্দকার মোশারফ হোসেন৷ সেনা মোতায়েন না করে সরকার ভুল করেছে বলেছেন আওয়ামী লীগ’এর তোফায়েল আহমেদ৷

সোমবার সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, এই নির্বাচনে বিএনপি অংশ নিলে তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন হয় তার একটা স্বীকৃতি চলে আসত৷ তাছাড়া ইভিএম পদ্ধতির ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা সিল দেয়া হয়ে যেত৷ দুর্বল ও অসহায় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে গেলে পরবর্তীতে রাজনৈতিকভাবে ব্যাখ্যাও দিতে হত বলে তিনি মনে করেন৷

খন্দকার মোশারফ বলেন, তাৎক্ষণিকভাবে তৈমুর আলম খন্দকার মনে ব্যথা পেয়েছেন, তিনি যেখানে বিজয়ী হবেন বলে নিশ্চিত ছিলেন তাপরও রাজনৈতিক কারণে নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি লাভবানই হয়েছে৷ 

অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ নেতা তোফায়েল আহমেদ মনে করেন, সেনা মোতায়েন না করে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ সেনা মোতায়েন করলে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে পারত না৷ ফলে লাভবান হতো সরকার৷ তাছাড়া এর আগে অনুষ্ঠিত পৌর নির্বাচনে সেনা মোতায়েন করার কথা উল্লেখ করে তিনি বলেন, এক নির্বাচনে সেনাবাহিনী থাকবে আর অন্যটিতে থাকবে না, তা জনগণ ভালোভাবে নেয় না৷ সেনাবাহিনী দেয়া হলে যেই বিজয়ী হোক না কেন তা নিয়ে প্রশ্ন থাকত না৷