জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এমপি বলেছেন, জামাল-কামালের নেতৃত্বে যেভাবে ব্যাংক ডাকাতি হয়েছিল, ১৯৭৪ সালে তারা যেভাবে গ্রেফতার হয়েছিল, সেই ইতিহাস দিনাজপুরবাসী জানে।
রোববার দিনাজপুরের গোর-ই শহীদ ময়দানে ১৮ দলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় “শেখ হাসিনা হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে।” বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পাপিয়া বলেন, “কয়লা ধুইলে ময়লা যায় না, না মরলে খাসলত যায় না। শেখ হাসিনা, তোমার বাবা-ভাই ব্যাংক ডাকাতি করেছিল। রক্ষী বাহিনী তৈরী করে নির্যাতন চালিয়েছিল। তুমিও ডিজিটাল বাংলাদেশের কথা বলে ডিজিটালি কায়দায় ব্যাংক ডাকাতি করেছ। আগামী বছর হবে ১৯৭৪ সাল, কামাল-জামালের মতো তোমাকেও গ্রেফতার করা হবে।”
পাপিয়া বলেন, “শেখ হাসিনা বলেছিলেন আমার কোনো আত্মীয় দুর্নীতি করে না। তিনি বলেছেন- আমার কোনো আত্মীয় নেই। তাহলে আমরা জানতে চাই ফজলে নুর তাপস কার আত্মীয়, নতুন করে ব্যাংক অনুমোদন দিয়ে ব্যাংকের মালিক করেছেন সেই শেখ হেলাল কার আত্মীয়?”
পাপিয়া সুরের ছলে বলেন, “শেখ হাসিনার এখন নিচে-উপরে চাপ। শেখ হাসিনা তুমি নিধুয়া পাথারে, পড়েছ পুকুরে। এখন তোমার উপায় নাই, নাইরে…। সরকার দিন বদলের কথা বলে, চাকরি দেওয়ার ছলে এসেছে ক্ষমতায়।”
দিনাপুরবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই ব্যাংক ডাকাতকে উচ্ছেদ করতে হবে।”