সোমবার দেশের সব জেলা ও মহানগরে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
সোমবার বিকেল ৩টায় ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
উল্লেয়খ্য, গত ২ অক্টোবর একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় কয়েকটি গাড়ি পোড়ানো হয়। গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে পুলিশ আটক করে।