ক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি, সোমবার থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নতুন এক জোরদার অভিযান শুরু করছেন ।
মিঃ রমনি কলোরাডোর পেবলো শহরে সমাবেশে যো্গ দেবেন, তারপর মঙ্গলবার থেকে তিনি মধ্যপশ্চিমের গুরুত্বপূর্ণ শহর ওহায়োতে তার তিনদিনের বাস যাত্রা শুরু করবেন । এরপর তিনি যাবেন দক্ষিণের ভার্জিনিয়া রাজ্যে । এই তিনটি রাজ্যই ৬ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ।সম্প্রতি তার কিছু ভুল পদক্ষেপের কারণে ভোটারদের মধ্যে জনমত সমীক্ষায়, তার স্থান নীচে নেমে গেছে । আমেরিকায় মহানবীকে (দঃ) ব্যঙ্গ করে এক ব্যক্তির তৈরী ছবির বিরুদ্ধে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে যে হানাহানির সূত্রপাত হয়, সে বিষয়ে ওবামা প্রশাসনের গৃহিত ব্যবস্থার দ্রুত সমালোচনা করে, তিনি নিজেই দারুণ সমালোচনার সম্মুখীন হন ।
ওদিকে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডী মিশেল ওবামা – জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনের জন্য এখন নিউইয়র্কে রয়েছেন ।