রাজশাহী বিভাগীয় রোড মার্চ একদিন কমিয়েছে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিভাগীয় রোড মার্চ সমন্বয় কমিটির এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ফখরুল জানান, রোড মার্চ ঢাকা থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাবে। এ রোড মার্চ রাজশাহী যাওয়ার কথা থাকলেও তা কাটছাঁট করা হয়। রোড মার্চে পথসভা হবে মোট চারটি স্থানে। স্থানগুলো হচ্ছে- গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের ভুয়াপুরের এলেঙ্গা বাসস্ট্যান্ড, সিরাজগঞ্জের হাটিকুমরুল এবং নওগাঁর এ টি এম উচ্চ বিদ্যালয় মাঠ।
মঙ্গলবার বিকাল ৩টা বগুড়ার আলতাফুননেসা খেলার মাঠে এবং পরদিন বিকাল ৩টায় চাঁপাই নবাবগঞ্জের হরিমহন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা।