গুলশান বাসা থেকে শুরু হলো বিএনপির সভানেত্রীর রোড মার্চ। আজ সকাল ১০টা ২০ মিনিটে তিনি উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার সঙ্গে সিনিয়র নেতার পাশাপাশি আছেন গণমাধ্যম কর্মী।

 উত্তরাঞ্চলের উদ্দেশে ৭০০ কিলোমিটারের রোড মার্চে কুড়িল বিশ্বরোড় থেকে এয়ারপোট পর্যন্ত গাড়ি বহরকে হাজার হাজার মানুষ স্বাগত জানাচ্ছে। রোড মার্চের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুইদিন ব্যাপী রোড মার্চের গাড়িবহরটি অতিক্রম করবে ৮টি জেলা।

উত্তরাঞ্চল অভিমুখী রোড মার্চের বহরটি এখন টঙ্গি অতিক্রম করছে। রাস্তার দুইপাশে অবস্থান নিয়ে রোড মার্চকে সমর্থন জানাচ্ছেন টঙ্গিসহ আশপাশের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। পোস্টার, ব্যানার, ফেসটুন, প্লেকার্ড নিয়ে তারা স্লোগান দিয়ে সমর্থন দিচ্ছেন। এছাড়া দীর্ঘ দিন কারারুদ্ধ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের অনুসারীরা মুক্তির দাবীতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন গাড়িবহরে টঙ্গি থেকে যোগ হচ্ছে শত শত গাড়ি। , চেরাগআলী থেকে শুরু করে  গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুইপাশে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ।