হরতাল কোনো ধরনের বাধা এলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে,বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি শান্তিপূর্ণ হরতাল করতে চায়।চার দলের হরতালের আগের দিন বুধবার নয়া পল্টনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ডাকা হরতালের সমর্থনে এ সমাবেশ হয়। দলীয় কার্যালয়ের সামনের ওই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, হরতাল জনগণের অধিকার। তাই সরকারকে সাবধান করে দিতে চাই, মানুষের এই অধিকারকে খর্ব করবেন না।

হরতালের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা প্রতিহত করা হবে বলে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। জবাবে ফখরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দেওয়া হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদের নামে বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল ডেকেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তারা এ হরতাল নিয়ে যে ভাষায় কথা বলছেন, তা রাজনীতির ভাষা নয়।